বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাড. মীর জাহিদুল কবির পুলিশের দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
হাইকোর্টের জামিন নির্দেশনা গতকাল বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়। বিসিসির ১৮ নম্বর ওয়ার্ড থেকে ৩ বার নির্বাচিত এই কাউন্সিলরের জামিনের খবর শুনে এলাকার শতাধিক লোক কারাগার ফটকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ মিছিলে পুলিশের হাতে গত ১৪ সেপ্টেম্বর আটক হন। ২১ দিন করাভোগ শেষে হাইকোর্টের নির্দেশে রোববার জামিনে মুক্তি পায় অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।’’
বরিশালের খবর