অক্সোফোর্ড খ্যাত বরিশাল সরকারি বিএম কলেজের অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. শফিকুর রহমান শিকদারকে নিয়োগ দেয়া হয়েছে। গত রোববার (৩১ ডিসেম্বর) রাস্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুল জান্নাত সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রফেসর মো. শফিকুর রহমান শিকদারের আগে যশোর জেলার বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করেছেন। ফলে দীর্ঘ ৫ মাস পর বিএম কলেজে অধ্যক্ষের শূন্যতা কেটে গেল।
নতুন নিয়োগ পাওয়া বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদার বলেন, তিনি বরিশাল আসছেন। আজ সোমবার যোগদান করবেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর আলফাডাঙ্গায়।
বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল বলেন, নতুন অধ্যক্ষ আজ সোমবার যোগদান করতে পারেন।
চলতি বছরের ৩১ জুলাই বিএম কলেজের অধ্যক্ষ পদটি শূন্য হয়। এর পর থেকে কে হচ্ছেন দক্ষিণাঞ্চলের অন্যতম এ কলেজের নতুন অধ্যক্ষ এ নিয়ে নানা হিসেব নিকাশ চলছিল।
শিরোনামবরিশালের খবর