বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:০০ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কর্ণকাঠিস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা শুরু হয়ে থেমে থেমে দুপুর ২টা পর্যন্ত চলে। ফলে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় চরম আতঙ্ক।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বহিরাগতদের নিয়ে একদল শিক্ষার্থী মাদক সেবন করে আসছে। ওই ঘটনার প্রতিবাদে বুধবার বেলা ১১টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
এ সময় অপর একটি পক্ষ মিছিলে বাধা দেয়। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাখাওয়াত হোসেন অনু গ্রুপের অনুসারীরা বরিশালটাইমসকে জানান- মাদকমুক্ত পরিবেশ গড়ার জন্য তারা ক্যাম্পাসে জড়ো হন।
তিনি অভিযোগ করেছেন- ওই সময় রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের এনামুল হক গ্রুপের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।
তবে সাখাওয়াত হোসেন অনু গ্রুপের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ছাত্রলীগের এনামুল হকের অনুসারিরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সরদার কাওছার আহমেদ বরিশালটাইমসকে বলেন- দুই দল শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল। তবে বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনার আগেই তাদের মধ্যে সমঝোতা করা গেছে।”