বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৯:১২ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০১৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা না থাকার প্রতিবাদে ভাইস চ্যান্সেলরের অপসারণ দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। রবিবার ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠন এই দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে।
বুধবার (১৯ জুলাই) বেলা পৌনে ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্বে করেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল।
বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ এর বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক কাজল ঘোষ, শান্তি দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আনিচুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, ঘাতক দালাল নির্মূল কমিটি বরিশাল মহানগরের সভাপতি মশিউর রহমান মিন্টু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শেখ সাইয়েদ আহম্মেদ মান্না প্রমূখ।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বগুড়া রোডের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণের দাবিতে আগামী সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দুর্নীতির তথ্য প্রকাশ, প্রতীকী অনশন, মতবিনিময় সভা ও বিক্ষোভ মিছিল।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, সম্প্রতি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিস্যাৎ করার জন্য বর্তমানে ভিসির সরাসরি তত্ত্বাবধানে ৪১ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করা হচ্ছে না। নিয়োগ বাণ্যিজ্যকে প্রতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য একটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী চক্র ভিসির সক্রিয় মদদে তৎপর রয়েছে। নানা অনিয়মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে কলুষিত করছে। তারা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণের দাবিসহ ভিসির অপসারণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, আ. ছত্তার বীরবিক্রম, সেক্টর কমান্ডার ফোরামের বিভাগীয় সভাপতি প্রদীপ কুমার ঘোষ পুতুল প্রমূখ।