২০১২ সালে বিপিএলের প্রথম আসরে বরিশাল বার্নাস নামে বরিশালের প্রতিনিধিত্বকারী এই দলটি তাদের যাত্রা শুরু করে।
বিপিএলের প্রথম আসরে ক্রিস গেইলকে দলে ভিড়িয়ে বিপিএলের জাকজমক অনেকটাই বাড়িয়ে দেয়। এছাড়াও তারা দলে নিতে সক্ষম হয় অজি ক্রিকেট তারকা ব্রাড হজকেও।
পাকিস্তানি আহমেদ শেহজাদও বরিশালের জার্সি গায়ে চাপিয়েছিলেন সেই আসরে। মমিনুল হক, শাহরিয়ার নাফিস, আল আমিন, সোহরাওয়ার্দী শুভরাও ছিলেন বরিশাল বার্নাসের প্রথম আসরের দলে।
বিপিএলের প্রথম আসরে দুরন্ত রাজশাহীকে বরিশাল বার্নাস সেমিফাইনালে হারালেও ফাইনালে তারা হেরে যায় ঢাকা গ্ল্যাডিয়েটরের কাছে।
দ্বিতীয় আসরে ব্র্যাড হজের অধিনায়কত্বে মাঠে নামে বরিশাল বানার্স। তবে এবারের বরিশাল ছিলো কেমন যেন অচেনা। পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ অবস্থানে থেকে টুর্ণামেন্ট শেষ করে আগের আসরের রানার্সআপ দলটি।
২০১৫ সালে অনুষ্ঠিত হওয়া বিপিএলের তৃতীয় আসরে নিতুন ফ্রাঞ্চাইজির অধীনে ‘বরিশাল বুলস’ নামে আত্মপ্রকাশ করে প্রথম আসরে ফাইনালিস্টরা। মাহমুদুল্লাহ রিয়াদের অধীনে অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করে বরিশাল বুলস এই আসরেও খেলে ফাইনালে। কিন্তু
এবারও কাপ ছোঁয়া হয়নি বরিশালের। কুমিল্লার কাছে হেরে যায় তারা ৩ উইকেটে।
বিপিএলের ৪র্থ আসর শুরু হচ্ছে ৪ নভেম্বর। ইতোমধ্যেই দল গুছিয়ে ফেলেছে বরিশালের এই দলটি। দলের অধিনায়ক হিসেবে এবার থাকছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে দল নিতে সক্ষম হয়েছে বরিশাল বুলস। ইংলিশ ক্রিকেটার জশ কোব, ক্যারাবিয়ান রায়াদ এম্রিট, শ্রীলংকান দিলশান মুনাভিরা, পাকিস্তানি মোহাম্মাদ নাওয়াজ প্রমুখ বিদেশী খেলোয়াড়কে দেখা যাবে বরিশালের হয়ে মাঠে নামতে।
আবু হায়দার রনি, কামরুল হাসান রাব্বী, তাইজুল ইসলাম আর আল আমিন হোসেনের মত বাংলাদেশী তরুণ সম্ভাবনাময় কিছু ক্রিকেটারকে কেন্দ্র করে এবার দল গড়েছে বরিশাল বুলস।
দুই আসরে অনেক কাছে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বরিশালের। তারুণ্য নির্ভর এই দলটি কি সেই শিরৈপার স্বাদ নিতে পারবেন কিনা উত্তর জানতে অপেক্ষা করতে হবে বিপিএলের শেষ পর্যন্ত।
চলতি মাসের ৫ তারিখ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমে নিজেদের ৪র্থ আসর শুরু করবে বরিশাল বুলস।
বরিশাল বুলস স্কোয়াডঃ মুশফিকুর রহিম(অধিনায়ক), শাহরিয়ার নাফিস, শামসুর রহমান, নাদিফ চৌধুরী, মেহেদি হাসান, আবু হাইদার রনি, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বী, আল আমিন হোসেন, মুনির হোসেন, জোশ কব, দিলশান মুনাভিরা, ডেভিড মালান, কার্লোস ব্র্যাথওয়েট, মোহাম্মাদ নাওয়াজ, রায়াদ এম্রিট, রুম্মান রায়েস।
বরিশাল বুলস সম্ভাব্য একাদশঃ মুশফিকুর রহিম, মহাম্মাদ নাওয়াজ, কার্লোস ব্রাথওয়েট, জশ কব, শামসুর রহমান, শাহরিয়ার নাফিস, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, রুম্মান রাইস।
বিপিএলের খসড়া সূচিটি দেখে নিন-
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
৪-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস | ঢাকা |
৪-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস | ঢাকা |
৫-১১-২০১৬ | ২ঃ৩০ | চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস | ঢাকা |
৫-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
৬-১১-২০১৬ | ২ঃ৩০ | রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস | ঢাকা |
৬-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও খুলনা টাইটানস | ঢাকা |
৮-১১-২০১৬ | ২ঃ৩০ | ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস | ঢাকা |
৮-১১-২০১৬ | ৭ঃ০০ | চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ঢাকা |
৯-১১-২০১৬ | ২ঃ৩০ | খুলনা টাইটানস ও রাজশাহী কিংস | ঢাকা |
৯-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
১১-১১-২০১৬ | ২ঃ৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস | ঢাকা |
১১-১১-২০১৬ | ৭ঃ০০ | ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস | ঢাকা |
১২-১১-২০১৬ | ২ঃ৩০ | খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
১২-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
১৩-১১-২০১৬ | ২ঃ৩০ | বরিশাল বুলস ও রাজশাহী কিংস | ঢাকা |
১৩-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস | ঢাকা |
১৭-১১-২০১৬ | ২ঃ৩০ | চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস | চট্টগ্রাম |
১৭-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
১৮-১১-২০১৬ | ২ঃ৩০ | চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
১৮-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
১৯-১১-২০১৬ | ২ঃ৩০ | ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস | চট্টগ্রাম |
১৯-১১-২০১৬ | ৭:০০ | চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস | চট্টগ্রাম |
২১-১১-২০১৬ | ২:৩০ | ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
২১-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস | চট্টগ্রাম |
২২-১১-২০১৬ | ২ঃ৩০ | খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
২২-১১-২০১৬ | ৭ঃ০০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস | চট্টগ্রাম |
২৫-১১-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস | ঢাকা |
২৫-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও খুলনা টাইটানস | ঢাকা |
২৬-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
২৬-১১-২০১৬ | ৭ঃ০০ | খুলনা টাইটানস ও রাজশাহী কিংস | ঢাকা |
২৭-১১-২০১৬ | ২:৩০ | বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
২৭-১১-২০১৬ | ৭ঃ০০ | রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
২৯-১১-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস | ঢাকা |
২৯-১১-২০১৬ | ৭ঃ০০ | খুলনা টাইটানস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
৩০-১১-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস | ঢাকা |
৩০-১১-২০১৬ | ৭ঃ০০ | বরিশাল বুলস ও রাজশাহী কিংস | ঢাকা |
২-১২-২০১৬ | ২:৩০ | রংপুর রাইডার্স ও বরিশাল বুলস | ঢাকা |
২-১২-২০১৬ | ৭ঃ০০ | ঢাকা ডাইনামাইটস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
৩-১২-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস | ঢাকা |
৩-১২-২০১৬ | ৭ঃ০০ | রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস | ঢাকা |
৪-১২-২০১৬ | ২:৩০ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স | ঢাকা |
৪-১২-২০১৬ | ৭ঃ০০ | ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস | ঢাকা |
৬-১২-২০১৬ | ২:৩০ | এলিমিনেটর (তৃতীয় স্থান অধিকারী দল ও চতুর্থ স্থান অধিকারী দল) | ঢাকা |
৬-১২-২০১৬ | ৭ঃ০০ | প্রথম কোয়ালিফায়ার (প্রথম স্থান অধিকারী দল ও দ্বিতীয় স্থান অধিকারী দল) | ঢাকা |
৮-১২-২০১৬ | ৭ঃ০০ | বিপিএল ২০১৬ সেমিফাইনাল ম্যাচ | ঢাকা |
১০-১২-২০১৬ | ৬ঃ৩০ | বিপিএল ৪ ফাইনাল ম্যাচ |
ঢাকা |