১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশাল বুলসের সংগ্রহ ১৪৮, টার্গেট নিয়ে মাঠে শাকিব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৮ অপরাহ্ণ, ০৮ নভেম্বর ২০১৬

অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিসের অর্ধশতকে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে ছয় উইকেটে ১৪৮ রান করেছে বরিশাল বুলস।  শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় টস জিতে বল হাতে তুলে নিয়েছিল সাকিব আল হাসানের ঢাকা।

সূচনাটা ভালো ছিল না বরিশালের, ৬ রানে ওপেনার শামসুর রহমানের বিদায়ে শুরুতেই ধাক্কা খায় তারা। মো. শহীদের বলে স্লিপে তার ক্যাচটি লুফে নেন মেহেদী মারুফ। এরপর ঢাকা ডায়নামাইটসকে  উজ্জীবিত করার মতো একটি ক্যাচ নেন নাসির হোসেন। ডোয়াইন ব্রাভোর বলে স্কয়ার ড্রাইভ করেছিলেন দিলশান মুনাবিরা, বামদিকে ঝাঁপিয়ে পড়ে বাম হাতে বল তালুবন্দী করেন নাসির। ১৫ বলে ১২ রান ছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যানটির সংগ্রহ।

এরপর ইংরেজ ব্যাটসম্যান ডেভিড মালানের শুরুটা ছিল সাবলীল। তাকে সাজ ঘরের পথ ধরান সাকিব আল হাসান, মিডউইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে তিনি বল জমা দেন ডোয়াইন ব্রাভোর হাতে। মালানের ১৫ বলে ১৬ রানের ইনিংস শেষ হয় এখানেই।

দলের এমন বিপদে হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস। মুশফিক দেখেশুনে খেলতে থাকেন আর ঢাকার বোলারদের ওপর চড়াও হন নাফিস। চতুর্থ উইকেটে এই জুটিতে ৮২ রান করার পর মো. শহীদের দ্বিতীয় শিকারে পরিণত হন নাফিস। হাঁটু গেড়ে মারতে গিয়ে তিনি বল টেনে আনেন উইকেটে। বিদায়ের সময় ৩৪ বলে ২টি ছয় ও সাতটি বাউন্ডারির মারে ৫৪ রান করেন সাবেক বাংলাদেশ ওপেনার।

তার বিদায়ের পরে দুই বিদেশি খেলোয়াড় শ্রীলঙ্কান থিসারা পেরেরা ও ওয়েস্ট ইন্ডিয়ান রায়ান এমরিট ৩ ও ১ রানে বিদায় নিলে বড় সংগ্রহের আশা গুড়িয়ে যায় বরিশাল বুলসের। মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ৫০ রানে অপরাজিত ছিলেন, ইনিংসের শেষ বলে তিনি পূর্ণ করেন তার অর্ধশতক। ৩৬ বলে দুটি ছক্কা ও চারটি চারে অলঙ্কৃত ছিল তার ইনিংসটি।

74 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন