বরিশালে শুক্রবার (১০ মার্চ) রাত ১০টার পর থেকে বৃষ্টিপাত হচ্ছে। রাতে এ অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে।
এ ধারা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।
অন্যদিকে ঝড়ো আবহাওয়া পটুয়াখালির পায়রা সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। পায়রা সমুদ্র বন্দরকে ০৩ (তিন) নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বরিশাল ও পটুয়াখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বরিশালের খবর