বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:৩০ অপরাহ্ণ, ০১ নভেম্বর ২০১৬
সারা দেশের সাথে একযোগে আজ সকাল ১০টা থেকে বরিশালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে। এবারে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলার পরীক্ষার্থীরা ১৬২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে ১ লাখ ১৫ হাজার ১৫২ জন নিয়মিত এবং অনিয়মিত রয়েছে ২ হাজার ১৪১ জন পরীক্ষার্থী। এছাড়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১৬৩ জন। এ বছর জেএসসিতে ৬০ হাজার ৭৬২ জন ছাত্রী এবং ৫৪ হাজার ৩৯০ জন ছাত্র রয়েছে।
এরমধ্যে বরিশাল জেলায় মোট ৫৯ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৮ হাজার ৭৫২ জন। এখানে ছাত্রের সংখ্যা ১৭ হাজার ৭৯৫ জন এবং ছাত্রী ২০ হাজার ৯৫৭ জন।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেছেন, এবারে শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো বলে ফলাফল ভালো হবে।