বরিশাল মহানগর ছাত্রলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় ভাঙচুর করা হয়েছে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন অনুসারী নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেল। বুধবার (০৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের নুরিয়া স্কুলে এই হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে বরিশাল কোতয়ালি পুলিশ দ্রুত সেখানে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়। কিন্তু হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন বলেন- সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাত ১২টা ১ মিনিটে নুরিয়া স্কুলের একটি কক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
রাত দশটার পরে সেখানে নেতাকর্মীরা আসতে শুরু করলে কথিত ছাত্রলীগ সন্ত্রাসী রইজ আহম্মেদ মান্না ও জিয়ার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন সশস্ত্র হামলা চলায়। একপার্যায়ে তারা নেতাকর্মীদের মারধর করে ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরক্ষণে সন্ত্রাসীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক মাটিতে ফেলে পদদলিত করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে।
এই হামলায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে দাবি করেন জসিম। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানিয়েছেন- ঘটনার পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিন্তু হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এদিকে হামলায় সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত রইজ আহম্মেদ মান্নার কোন বক্তাব্য পাওয়া যায়নি।’’
শিরোনামOther