বরিশাল মহানগর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে ফারুক আহম্মেদ পান্নাকে সভাপতি এবং কাজী জিয়াউদ্দিন জিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ৪ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের কার্যনির্বাহী পরিষদের নেতাদের সিদ্ধান্ত মতে এই কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে রোববার (০৭ জানুয়ারি) রাতে মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হুমায়ন কবির স্বাক্ষরিত এক ইমেল বার্তা বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করা হয়েছে।
বরিশাল মহানগর আ’লীগের প্রচার সম্পাদক গোলাম সরোয়ার রাজিব বরিশালটাইমসকে জানিয়েছেন- এই ওয়ার্ডের সভাপতি আমির হোসেন তালুকদার সাম্প্রতিকালে মহানগরের সহ-সভাপতি পদে অসীন হয়েছে।
তাছাড়া সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ৩ বছর আগে মারা গেছেন। ফলে এই ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। যে কারণে পুরানো সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি সম্পাদককে মনোনীত নতুন কমিটি ঘোষণা করা হয়।
পরবর্তীতে মহানগরের নেতাদের আলোচনা করে সভাপতি ও সম্পাদককে কমিটিকে পুর্ণাঙ্গ রুপ দিতে বলা হয়েছে।’’
প্রেস বিজ্ঞপ্তি
Other