বরিশাল/ মাছ শিকার করতে গিয়ে সন্ধ্যা নদীতে যুবক নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে মাছ শিকার করতে গিয়ে মো. রিয়াজ (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। স্থানীয় নলশ্রী ট্রলারঘাট সংলগ্ন নদীতে রোববার দুপুরে নৌকাযোগে মাছ ধরছিলেন রিয়াজ এবং সিজাদ (১০)। এসময় বজ্রপাত শুরু হলে ভয়ে তারা নদীতে লাফিয়ে পড়েন। পরবর্তীতে তাদের মধ্যে সিজাদ সাতরে তীরে আসলেও নিখোঁজ রয়েছেন রিয়াজ। তার সন্ধানে দুপুর থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। কিন্তু তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়Ñ সৈয়দকাঠী ইউনিয়নের দিদিহার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে রিয়াজ এবং একই গ্রামের ইব্রাহিমের ছেলে সিজাদ নৌকা নিয়ে নদীতে জাল দিয়ে (স্থানীয় ভাষায় ফান্দি জাল) মাছ শিকার করছিলেন। এমন সময় বজ্রপাত শুরু হলে তারা উভয়ে লাফিয়ে নদীতে পড়েন। এসময় স্থানীয়দের সহযোগিতায় সিজাদ সাতরে তীরে আসলেও নিখোঁজ হন রিয়াজ। এই বিষয়টি স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে ডুবুরিদের একটি টিম এসে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রাত ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ রিয়াজকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আবুল হোসেন নয়া শতাব্দীকে জানান, নিখোঁজ যুবকের সন্ধানে তাদের একটি ডুবুরিদল সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি।
এই কর্মকর্তা বলেন- রাতে তাদের উদ্ধার অভিযান বন্ধ থাকলেও একটি টিম যুবকের সন্ধানে ট্রলার নিয়ে নদীতে টহল অব্যাহত রাখবে। এবং সোমবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।’
বরিশালের খবর, বিভাগের খবর