আট ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়। জেলা ও নগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে অয়োজিত এই শোভাযাত্রা শুক্রবার সকাল সাড়ে দশটায় মুক্তিযোদ্ধা সংসদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এখানে স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধারা বলেন- দীর্ঘ এক মাস বরিশাল মুক্ত রাখার পর ২৫ এপ্রিল জলে ও স্থলপথে হামলা চালিয়ে বরিশালে পাকিস্তানী সেনাদের উপস্থিতি ঘটে। তারা ওয়াপদায় ক্যাম্প করে অবস্থান নেয়। মুক্তিযোদ্ধাসহ শত শত নিরীহ মানুষকে হত্যা করে লাশ মাটিচাপা বা কীর্তনখোলা নদীতে ভাসিয়ে দিতো।
আর আজ ৮ ডিসেম্বর পাকিস্তানী সেনারা তাদের পরাজয় নিশ্চিত জেনে কারফিউ জারি করে বরিশাল নগরী ছেড়ে পালিয়ে যায়। কাছাকাছি থাকা মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাস করে নগরীতে প্রবেশ করে। তাদের সাথে মুক্তিকামী জনতা একাত্মতা প্রকাশ করে মুক্তির আনন্দে মেতে ওঠে।
এই আনননদ শোভাযত্রায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ মো. কুতুবুদ্দিন, মাহাবুবউদ্দিন আহমেদ বীরবিক্রম, নগর কমান্ডার মোখলেচুর রহমান, এমজি কবির বুলু এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ মুক্তিযোদ্ধারা অংশ নেন।’
বরিশালের খবর