বরিশাল রিপোর্টার্স ইউনিটির শুভাকাঙ্খী ফ্রান্স প্রবাসী ইমানুল হাসান ইমুর মাতা বিএম কলেজের বাংলা বিভাগের সাবেখ চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মাজেদ হাওলাদারের পত্নী বেগম শামসুন নাহার (৮০) ইন্তেকাল করেছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নান ইল্লাহে………রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সন্তান রেখে গেছেন। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ সকল সদস্যবৃন্দ। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রুহের মাগফিরাত কামনা করছেন।
রোববার বাদ আসর বরিশাল নগরের বাংলাবাজার জামে মসজিদে জানাযার নামায শেষে বাবুগঞ্জে গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়|
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর, বিশেষ খবর