১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশাল র‌্যাবের অভিযানে ৫ ডায়াগনষ্টিক দালাল আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩২ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০১৯

নিজস্ব বার্তা পরিবেশক:: ভোলা সদরে অভিযান চালিয়ে ডায়াগনষ্টিকের ৫ দালালকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত বিচার ব্যবস্থার মুখোমুখি করে চারজনকে কারাদণ্ড এবং একজনকে জরিমানা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালের এই অভিযানের বিষয়টি বরিশাল র‌্যাব রুপাতলী কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

র‌্যাব ওই বিজ্ঞপ্তিতে জানায়- ডায়াগনষ্টিক সেন্টারগুলোর সাথে চুক্তি করে দালাল চক্র রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এমনকি ডাক্তার দেখানোর পরে ওষুধ কেনার ক্ষেত্রেও নির্দিষ্ট ফার্মেসীতে নিয়ে পার্সেন্টিজ নিচ্ছে। এই সব তথ্য নিশ্চিত হয়ে মঙ্গলবার সকালে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে ভোলা সদর হাসপাতাল থেকে দালাল চক্রের মূলহোতা মো. আমির হোসেন সেন্টু (৫০), মোঃ আবুল কাশেম (৬০), মো. আক্তার (৪৫), মোঃ আহাদ (২৪) এবং মোঃ হোসেনকে (২৮) আটক করে।

পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিদওয়ানুল ইসলাম ৪ জনকে ১ মাস করে কারাদন্ড এবং মো. হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন