নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নিষিদ্ধ ঘোষিত জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি টিম। জোবাইদুল ইসলাম (৩৫) নামের ওই জেএমবি সদস্যকে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকার খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল র্যাব অফিস এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
গ্রেপ্তার জোবাইদুল লালমনিরহাটের কালীগঞ্জ থানার কিসমাত মাদাতী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব অফিস সূত্র জানায়- গ্রেপ্তার জোবাইদুল র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে জেএমবি’র একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে স্থান ও সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা গ্রহণ করে। তৎসময়ে ঢাকায় লেখাপড়ার সময় শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়। পরে সে ঢাকা, গাজীপুর, কুমিল্লা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে জেএমবি’র দাওয়াতি কর্মকাণ্ড চালিয়েছে।
বুধবার তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে র্যাব।
শিরোনামবরিশালের খবর