বরিশাল শহরের ত্রিশ গোডাউন এলাকায় রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন (বিসিসি)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে আর্মড পুলিশ (এপিবিএন) ব্যাটালিয়নের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ জুয়েল বরিশালটাইমসকে জানিয়েছেন- রাস্তার দু’পাশে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এই কর্মকর্তা বলেন- ত্রিশ গোডান ও বদ্ধভূমি সড়কের পাশে বিসিসি’র জমি অবৈধভাবে দখল করে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এসব অবৈধ স্থাপনা স্বেচ্ছায় অপসারণের জন্য এর আগে একাধিকবার মোখিক বলা হয়েছে। সর্বশেষ লিখিতভাবেও নোটিশ দেওয়া হলেও অবৈধ দখলদারা শোনেনি। যে কারণে বাধ্য হয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তবে এই অভিযান নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিগ্রস্তরা বলছেন, অভিযানের আগে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ অভিযানের কারণে বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের লাখ লাখ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
শিরোনামবরিশালের খবর