বরিশাল নগরীর সাগরদী ব্রিজ থেকে কালিজিরা ব্রিজ ও দপদপিয়া সেতু পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বরিশাল জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযানে সহযোগিতা করে মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ।
বরিশাল সড়ক ও জনপথ বরিশালের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বরিশালটাইমসকে জানান, সড়ক ও জনপথ বিভাগের অনেক জমি বেদখল রয়েছে। দখলদাররা তা নিজেদের কব্জায় রেখেছে। রুটিন কার্যক্রমের আওতায় জমি উদ্ধার করা হচ্ছে।
এরআগে সোমবারও (২৩ অক্টোবর) একই এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় আড়াইশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল সরকারের এই দপ্তরটি।
শিরোনামবরিশালের খবর