বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:০০ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০১৭
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এ বিপর্যয় দেখা দিয়েছে। গত বছরের চেয়ে এবার জিপি-৫ পেয়েছে প্রায় অর্ধেক।
এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে মোট ৮ হাজার ৪৩১ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ২২৩ জন এবং ছাত্র ৩ হাজার ২০৮ জন।
অথচ গত বছর ৫ হাজার ৬৬০ জন ছাত্র ও ৯ হাজার ৯১০ জন ছাত্রীসহ মোট ১৫ হাজার ৫৭০ জন জিপিএ-৫ পেয়েছিলো। এবছর জিপিএ -৫ কমেছে ৭ হাজার ১৩৯।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে- গত বছরের চেয়ে ১ দশমিক ০৬ পাসের হার কমে এ বছর পাসের হার ৯৬ দশমিক ৩২। যা গত বছর ছিলো ৯৭ দশমিক ৩৮।
জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২২ হাজার ১২৪ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন। পাস করেছে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৫৩ হাজার ২২৯ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৬০ হাজার ৮০৬ জন।
অপরদিকে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ৫২০ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৩ হাজার ৭৪৭ জন।
এর মধ্যে পাস করেছে ১ লাখ ১০ হাজার ৭৭১ জন। উত্তীর্ণদের মধ্যে ৫২ হাজার ৪২২ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৫৮ হাজার ৩৪৯ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বলছেন, উপকূলবেষ্টিত এলাকা হওয়ায় ও সৃজশনীল প্রশ্নের কারণে ফলাফল নিম্নমুখী।’