সারা দেশের ন্যায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালেও কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার বেলা ১২টার পর কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। যদিও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে এখন পর্যন্ত বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে তেমন কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম।’’
নাসির উদ্দিন আহম্মেদ নামে মেডিসিন ওয়ার্ডের এক রোগীর স্বজন বলেন- ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন কীনা তা তিনি জানেন না। দুপুরের আগে তার রোগীর কাছে একবার ইন্টার্ন চিকিৎসক এসেছিলেন দেখেও গেছেন। এরপর আর কেউ খোঁজ নেয়নি তার রোগীর।
শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম জানিয়েছেন- ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি না করার জন্য অনুরোধ করেছিলেন। সকাল থেকে তারা যথারীতি দায়িত্ব পালন করলেও বেলা ১২টার পর কর্মবিরতি শুরু করেন।
এর ফলে মেডিকেলে চিকিৎসায় কোন প্রভাব পড়ছে না। মাধ্যম পর্যায়ের চিকিৎসকদের দিয়ে বাড়তি পরিশ্রম করিয়ে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।’’
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ১৯৯জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। তাদের মধ্যে অনেকেই ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেয়ার জন্য বতর্মানে ঢাকায় অবস্থান করছেন।’’
যারা বরিশাল আছেন, তারা কর্মবিরতির মধ্যে রয়েছেন।
বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. অনুপ সরকার বলেন- বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ৪ ইন্টার্ন চিকিৎসকের শাস্তির আদেশ আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।’’
শিরোনামবরিশালের খবর