বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাল্টাপাল্টি কমিটি গঠন ও সংঘর্ষের ঘটনায় সোমবার (১৩ জুন) কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ডা. ভাস্কর সাহা জানান, রেড ক্রিসেন্ট ক্লাবের কার্যালয়টি কলেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনা হয়েছে। কার্যালয়ে তালা মেরে সাময়িক সময়ের জন্য এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এদিকে, কলেজের উপাধাক্ষ্য ডা. মাকসেমুল হক, ডা. এসএম সরোয়ার, ডা. মনিরুজ্জামান শাহিন, ডা. মাহামুদ মোর্শেদ রানাসহ ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রেড ক্রিসেন্টের কার্যক্রম মনিটরিং ও পরিচালনার নিয়ম সম্পর্কে প্রতিবেদন দেবে।
অপরদিকে, ২ নম্বর ছাত্রাবাসে আটকে রাখা মিলন বালা নামে তুহিন গ্রুপের এক ছাত্রকে দুপুরে উদ্ধার করেছে পুলিশ।
বরিশাল মেডিকেলে রেড ক্রিসেন্টের কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গ্রুপ রোববার বিকেলে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় সংঘর্ষ ও বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর