নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মজিবর রহমান (৫৫) নামে আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বরগুনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
এ নিয়ে এ শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট তিনজনের মৃত্যু হলো।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বরিশালটাইমসকে জানান, মজিবর রহমান বরগুনা থেকে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় এসে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
লিড নিউজবরিশালের খবর