বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হলো রক্তের প্লাটিলেট আলাদাকরণ মেশিন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের শের-ই বাংলা মেডিকেলে কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রথমবারের মতো চালু করা হয়েছে রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন। এর মাধ্যমে ডেঙ্গু, ক্যানসার, থ্যালাসেমিয়া ও আইটিপি আক্রান্ত রোগীরা সহজেই প্লাটিলেট নিতে পারবেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এফেরেসিস মেশিনটির কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।
তিনি বলেন, এর আগে দক্ষিণাঞ্চলের কোনো হাসপাতালেই রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন ছিল না। ডেঙ্গু, ক্যানসার, থ্যালাসেমিয়া ও আইটিপি রোগীদের জন্য মেশিনটি খুবই দরকারি ছিল। এই মেশিনটির অভাবে এখানকার রোগীদের রাজধানীতে পাঠাতে হতো। মেশিনটির কার্যক্রম শুরু হওয়ায় এখন আর কোনো রোগীকে ঢাকায় যেতে হবে না।
ডা. সাইফুল বলেন, মেশিনটি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সরকারিভাবে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে মেশিনটির কার্যক্রম শুরু করা হয়েছে। স্বল্প খরচে মেশিনটি দিয়ে রক্তের প্লাটিলেট আলাদা করে তা গ্রহণ করতে পারবেন রোগীরা। এফেরেসিস মেশিনের পাশাপাশি প্লাটিলেট ইনকিউবেটর মেশিন ও একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে।
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের প্রধান ডা. নূরুন্নবী চৌধুরী তুহিন বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে এখন বেশ কয়েকটি আধুনিকমানের মেশিন সংযোজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন।
এরসঙ্গে প্লাটিলেট ইনকিউবেটর মেশিনও সরবরাহ করা হয়েছে। এই মেশিনের সাহায্যে এফেরেসিস থেকে পাওয়া রক্ত চার থেকে পাঁচদিন সংরক্ষিত রাখা যাবে। এর পাশাপাশি আমাদের এখানে নতুন একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। এই ফ্রিজে কমপক্ষে ৮৪ ব্যাগ রক্ত সংরক্ষণ করা যাবে।
বরিশালের খবর, বিভাগের খবর