২ ঘণ্টা আগের আপডেট রাত ২:২৩ ; রবিবার ; ডিসেম্বর ১০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশাল সদরে আবদুস সাত্তারকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষণা

বরিশালটাইমস রিপোর্ট
৪:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৮

বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আবদুস সাত্তারকে বরিশাল-৫ (সদর) আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে নগরীর ইউনাইটেড কমিউনিস্ট লীগের কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা পরিচালনা পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলন থেকেই আবদুস সাত্তারকে বরিশাল-৫ (সদর) আসনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ঘোষণা করা হয়। আবদুস সাত্তার ‘কোদাল’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী লিখিত বক্তব্যে কমরেড অধ্যাপক আবদুস সাত্তারের পরিচিতি তুলে ধরেন। বরিশালের শ্রমিক-কৃষকসহ সর্বস্তরের মানুষকে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী কমরেড অধ্যাপক আবদুস সাত্তারকে সমর্থন ও সার্বিক সহযোগিতা করার জন্যে আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আবদুস সত্তার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশ নিচ্ছি। আমি চাই মানুষ যেন তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। নির্বাচনে আমি শেষ পর্যন্ত মাঠে থাকব। যত বাধা, হুমকিই আসুক না কেন আমরা নির্বাচন বর্জন করব না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক অধ্যাপক মো. জলিলুর রহমান, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনুর রশিদ মাহমুদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সদস্য অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সদস্য বদরুদ্দোজা সৈকত।

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি  ভারত থেকে শীঘ্রই আসছে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ!  বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন  স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে বরিশালে সভা  পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে জরিমানা  হামলা চালিয়ে ঘর ভেঙে নেওয়ার ভিডিও ভাইরাল  বাকেরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ভূমিদস্যু আল-আমিন