বরিশাল: ইউনিসেফের অর্থায়নে কোস্ট ট্রাস্টের উদ্যোগে পরিচালিত বাল্যবিয়ে নিরোধ প্রকল্প পরিদর্শনে বরিশাল সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনিয়েত পিয়েরে লারামি। বুধবার (১৮ মে) বরিশাল নগরীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন হাইকমিশনের কাউন্সিলর অ্যান্ড ডেপুটি ডাইরেক্টর (অপারেশন ডেভেলপমেন্ট) ব্রায়ন আলমাক্যান্ডরস এবং জেসিকা বিকস। পরে বরিশাল ইউনিসেফ কার্যালয়ে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে এক সভায় অংশ নেন হাইকমিশনার।
এ সময় সভায় বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এএইচএম তৌফিক আহম্মেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগমসহ বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
বরিশালের খবর, স্পটলাইট