৩ ঘণ্টা আগের আপডেট রাত ১১:২৪ ; বৃহস্পতিবার ; জুন ৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর পদে বর্তমান ও সাবেক বিএনপি নেতাদের ছড়াছড়ি

বরিশালটাইমস, ডেস্ক
১২:৫২ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর পদে বর্তমান ও সাবেক বিএনপি নেতাদের ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বর্তমান এবং সাবেক একাধিক বিএনপি নেতা বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ডগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমনকি একাধিক স্থানীয় বিএনপি নেত্রীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মধ্যে নির্বাচনি অফিসও উদ্বোধন করেছেন। তারা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা করছেন।

প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির ৫ নং যুগ্ম আহ্বায়ক এমডি হাবিবুর রহমান টিপু। তিনি ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন। একইভাবে ৯ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির ৭ নং যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ এবং একই ওয়ার্ড থেকে যুবদল নেতা সৈয়দ হুমায়ুন কবির লিংকু প্রার্থী হয়েছেন।

১৯ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির ৮ নং যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, ২২ নং ওয়ার্ড থেকে আহ্বায়ক কমিটির ১ নং সদস্য আনম সাইফুল আহসান আজিম ও তার স্ত্রী মহানগর মহিলা দলের সহ-সভাপতি মিসেস জেসমিন সামাদ শিল্পী।

৮ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ১৭ নং সদস্য সেলিম হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মাইনুল হক ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ও ১৮ নং ওয়ার্ড বিএনিপর সদস্য সচিব মো. জিয়াউল হক মাসুম কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আবদুল্লাহ সাদি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

৭ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৩৮ নং সদস্য সেলিনা বেগম এবং ১০ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে মহানগর আহ্বায়ক কমিটির ৩৬ নং সদস্য রাশিদা পারভীনও প্রার্থী হয়েছেন।

সাবেকদের মধ্যে ২৪ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, ২৮ নং ওয়ার্ড থেকে সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ন কবির, ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা ইউনুস মিয়া এবং ৩০ নং ওয়ার্ড বিএনপির নেতা খায়রুল মামুন প্রার্থী হয়েছেন।

অন্যদিকে বুধবার বিকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা হুমাউন কবিরের হাতে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের শ্যালক সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হাসান মামুন।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, দলের মহাসচিব তো বলেই দিয়েছেন এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপির কোনো নেতাকর্মী। যারা যাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো যুক্তি দেখানো উচিত নয়।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না-এটা আগেই জানানো হয়েছে। তারপরও যদি বিএনপির পদধারী কোনো নেতা নির্বাচনে যায় তা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ
করা হবে।

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কবি মঞ্জুর মহসিন গণগ্রন্থাগারের উদ্যোগে ৩০ জন দরিদ্র রোগীর ছানি অপারেশন  বরিশাল সিটি নির্বাচনে নৌকার সমর্থেন বানারীপাড়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের গণসংযোগ  কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব সমুদ্র দিবস  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক কুইজ প্রতিযোগিতায় সেরা হিজলার নাফিজ  আগৈলঝাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার  বাউফলে প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা  বেতাগীতে ১২ ঘণ্টা লোডশেডিংয়ে, তীব্র তাপদাহে অবর্ননীয় দুর্ভোগ  ঝালকাঠিতে পুলিশি বাধা উপক্ষে করে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি  রাজাবাবু বিক্রি হলেই গরুর খামার করবেন ইতি  চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু