মালিকানা ভূমি থেকে বে-আইনিভাবে উচ্ছেদ করার হুমকি দেয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবকে শো’কজের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিনিয়র সহকারী জজ হাদিউজ্জামান বিচারাধীন সদর আদালতে এ আদেশ দেন। তাদের বিরুদ্ধে বুধবার মামলটি দায়ের করেন কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা হেলেনা বেগম।
মামলার আরজিতে বাদী বলেন, নগরীর কাউনিয়া মৌজায় ২৪ শতাংশ জমি ১৯৬৬ সালের ২৪ মার্চ সাফ কবলা দলিলে ক্রয় করে নিজ নামে রেকর্ডভুক্ত করেন। একই বছরে তিনি তৎকালীন পৌরসভা থেকে প্লান পাশ করে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। নিয়ম মেনে তিনি সিটি করপোরেশনের সকল কর নিয়মিত পরিশোধ করছেন।
বিবাদীরা তার জমির পাশে হরিজন কলোনি নির্মাণের ঘোষণা দিয়েছে। বিসিসির কোনো ধরনের জায়গা না থাকলেও বিবাদীরা তার জমি দখল করে হরিজন কলোনি নির্মাণের চেষ্টা চালাচ্ছে। তারা বেআইনিভাবে বাদীকে বেদখল করার জন্য গত ২২ নভেম্বর হুমকি দেয়।
এ মামলায় শুনানি শেষে কেন বাদীর জমিতে হরিজন কলোনি নির্মাণে নিষেধাজ্ঞা দেয়া হবে না আগামী ৫ দিনের মধ্যে তার কারণ দর্শাতে বিবাদীদের আদেশ দেয় আদালত।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর