সর্বনিন্ম দরদাতা ঠিকাদারকে উন্নয়ন কাজের কার্যাদেশ না দেয়ার অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র মো. আহসান হাবিব কামালসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বরিশাল সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ মামলা করেন ঠিকাদার ও ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাহিদ সেরনিয়াবাত।
জ্যেষ্ঠ সহকারী জজ মো. হাদিউজ্জামান কোনো আদেশ না দিয়ে মামলাটি পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন।
মামলার অপর বিবাদীরা হলেন- প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, কাম হিসাব রক্ষণ কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী, বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ঠিকাদারী প্রতিষ্ঠান এসএইচ এন্টারপ্রাইজ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর বিসিসি সিসিটিএফ’র অর্থায়নে ৪ গ্রুপের ৩ কোটি টাকার উন্নয়ন কাজের জন্য দরপত্র আহবান করেন। এতে অংশ নিয়ে সর্বনিন্ম দরদাতা হন ছাত্রলীগ নেতার ঠিকাদারী প্রতিষ্ঠান।
কিন্তু ছাত্রলীগ নেতার প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়নি। তাই উন্নয়ন কাজ বন্ধ রেখে তার ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ দেয়ার আর্জি করেছেন বাদী নাহিদ সেরনিয়াবাত।
ফলে বিচারক মামলাটি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষামাণ রেখেছেন।
টাইমস স্পেশাল