ঘণ্টা আগের আপডেট সকাল ৫:১৭ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালবাসীর স্বপ্নের ‘পদ্মা সেতু’র অগ্রগতি ৫১ শতাংশ

বরিশালটাইমস রিপোর্ট
১১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮

বরিশালবাসীর কাঙ্খিত ‘পদ্মা সেতু’ প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫১ শতাংশ। ইতিমধ্যে সেতুটির দুটি স্প্যান বসানো হয়েছে। আগামী মাসে আরও একটি স্প্যান বসানো হবে। কিন্তু দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারে উন্নয়ন সহযোগীদের সাড়া পাচ্ছে না সরকার।

জাতীয় সংসদকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য অবহিত করেন।

বেগম শিরীন আখতারের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন- ‘আরিচা-দৌলতিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এরই পদক্ষেপ হিসেবে প্রাথমিক উন্নয়ন প্রকল্প ছক (পিডিপিপি) পরিকল্পনা কমিশন কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।’

এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মাওয়া-জাজিরা পয়েন্টে স্বপ্নের প্রথম পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পর দ্বিতীয় সেতুটি নির্মাণে আরও কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

মন্ত্রী আরও জানান- প্রথম সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫১ শতাংশ। ইতিমধ্যে সেতুটির দুটি স্প্যান বসানো হয়েছে। আগামী মাসে আরও একটি স্প্যান বসানো হবে। যথাসময়ে সেতুর নির্মাণকাজ শেষ হবে বলেও সংসদকে জানিয়েছে সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

একই দিন এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মো. মুজিবুল হক সংসদকে জানান, প্রথম পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় ৯ জেলায় মোট ১ হাজার ৭৭২ একর জমি অধিগ্রহণ করা হবে। ঢাকা-মাওয়া অংশের ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে এ পর্যন্ত ২১২ দশমিক ৯১৮৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।’

আরও ৪৭ দশমিক ৬৪৮ একর অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর নিজ জেলা গোপালগঞ্জেও ২৬৯ দশমিক ৫০০২ একর জমি অধিগ্রহণ করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।”

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির