বরিশাল-১ আসনে আ’লীগের একক প্রার্থী হাসানাত আব্দুল্লাহ!মনোনয়নপত্র সংগ্রহ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রীর পদমর্যাদা), কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগহ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, হাসানাত আব্দুল্লাহ’র ছেলে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচেনও আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আবুল হাসানাত আবদুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন।’
বরিশালের খবর, বিভাগের খবর