৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশাল-৩ আসনে প্রথম মনোনয়ন জমা দিলেন ইসলামী আন্দোলনের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ২৬ নভেম্বর ২০১৮

“বরিশাল-৩ আসনে প্রথম মনোনয়ন জমা দিলেন
ইসলামী আন্দোলনের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম”

✪ আরিফ আহমেদ মুন্না ॥
বাবুগঞ্জে সর্বপ্রথম মনোনয়ন ফরম দাখিল করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। রোববার বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুজিত হাওলাদারের কাছে তিনি দলীয় প্রতীক হাতপাখার মনোনীত প্রার্থী হিসেবে তার মনোনয়ন ফরম জমা দেন।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান সুরুজ, ইসলামী আন্দোলনের জেলা কমিটির প্রতিনিধি মাহবুবুল হক মানিক, উপজেলা সভাপতি মাওলানা শেখ নজরুল ইসলাম মাহাবুব, সেক্রেটারি মাওলানা শামসুল হক, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক মাওলানা মো. মিজানুর রহমান, সদস্য সচিব মাওলানা নূরুদ্দিন খান, সাবেক সভাপতি মাওলানা আবদুল হাকিমসহ ইসলামী আন্দোলনের উপজেলা ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম বিগত নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-৩ আসনে দলীয় মনোনয়ন লাভ করে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। #

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন