বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বস্তা বন্দী করে নদীতে ফেলে দেয়ার সময় আরমান (১৫) নামের এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় জড়িত ৬ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
স্কুল ছাত্র আরমান নগরীর রূপাতলী এলাকার মো. টুটুলের ছেলে এবং নগরীর একটি স্কুলের ছাত্র।
আটক মেহেদী, কাওসার, শাফিন রেজা, শহিদুল ইসলাম, শাহিন ও রাব্বি একই এলাকার বাসিন্দা।
কোতোয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আসাদ জানান, স্কুল ছাত্র আরমানের সাথে একই এলাকার আটক কিশোরদের সাথে বিরোধ ছিল। ওই ঘটনার জেরে মঙ্গলবার আরমানকে মারধর করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়ার চেস্টা করে।
এ সময় স্থানীয়রা আরমানকে উদ্ধার এবং ৬ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বরিশালের খবর