১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাংলামেইলের সম্পাদকসহ তিনজনের জামিন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১১ অপরাহ্ণ, ১৪ আগস্ট ২০১৬

অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন ট্রাইবুনাল। আজ রোববার সাইবার ক্রাইম ট্রাইবুনালের বিচারক এ এম শামসুল আলম এ আদেশ দেন।

এর আগে গুজব ছড়ানোর অভিযোগে গত ৭ আগস্ট রোববার রাত ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে স্কাউট ভবনে বাংলামেইলের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটককৃতরা হলেন—বাংলামেইলের সম্পাদক সাহাদাত উল্লাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদ হায়দার চৌধুরী এবং ডেস্ক প্রতিবেদক প্রান্ত পলাশ।

পরদিন সোমবার বাংলামেইলের মালিক ও সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি (আইসিটি) আইনে একটি মামলা করা হয়। র‌্যাব-৩ এর সদস্য শাহ আলম বাদী হয়ে সোমবার রাতে রাজধানীর পল্টন থানায় এ মামলা করে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিউজ পোর্টালটির মালিক ফজলুল আজিম, ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশকে আসামি করে সোমবার রাতে মামলা করা হয়।

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন