বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৪ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২৩
বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের কার্যাদেশ স্থগিত ঘোষণা
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলার ৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের কার্যাদেশ স্থগিত ঘোষনা করেছে পটুয়াখালী সহকারী জজ আদালত। গত ৭ সেপ্টেম্বর পটুয়াখালী সহকারী জজ আদালতে মামলা করেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদ খান। মামলা নং ২১৭/২০২৩।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজীকে প্রধান বিবাদী করে জেলা প্রশাসক, স্থানীয় সচিব ও ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান গাজীকে মামলায় বিবাদী করা হয়। আদালত মামলায় (২৫ সেপ্টেম্বর) পটুয়াখালী সহকারী জজ আদালতের বিচারক মোঃ আল আমীন কেশবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আদেশ আগামী ০২-১১-২৩ তারিখ পর্যন্ত স্থাগিত ঘোষনা করেন।
জানাগেছে,মামলার বাদী মোঃ শহিদ খান বিগত ২০২১ সালে ৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহউদ্দীন পিকু গত ১৪/০৮/২০১৩ তারিখ অসুস্থ্যতা জনিত কারনে মৃত্যুবরন করেন এবং ১৬/০৮/২০১৩ ইং তারিখ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়।
সাবেক চেয়ারম্যান এর মৃত্যুর পূর্বে স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর আলোকে ৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়নি। ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখার স্বার্থে ৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সম্মতিক্রমে ২৯/০৮/২০২৩ ইং তারিখ সকাল ১০টায় পরিষদের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে বিধি মোতাবেক প্রস্তাব ও সমর্থন এর মধ্যেমে প্যানেল চেয়ারম্যান গঠন করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন পরিষদের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক অত্র বাদী শহিদ খানকে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করে ২৯/০৮/২০১৩ ইং তারিখ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরন করা হয়।
শহিদ খান অভিযোগ করে বলেন ১নং বিবাদীর কার্যালয়ে খোজ খবর নিয়ে বাদী জানতে পারেন যে, ১নং বিবাদী বিগত ২৪/০৮/২০১৩ তারিখের নোটিশ দেখাইয়া ২৯/০৮/২০২৩ তারিখ বিকাল ৪ ঘটিকায় ৪নং কেশবপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে ১নং বিবাদীর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলেন।
যাহার স্মারক ৩৫.১০.৯৮৫৮,০০০,০৮.০১২.২২- ৭৩৭ তারিখ ২৪/০৮/২০২৩। ১নং বিবাদী যদিও ২৪/০৮/২০২৩ ইং তারিখ এর নোটিশে ২৯/০৮/২০১৩ তারিখ ৪টায় তাহার কার্যালয় ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের উপস্থিত থাকতে বলে কিন্তু পূর্বের দিন ২৮/০৮/২০২৩ তারিখ ০৫.১০,৯৮২৮০০,০৮০১২- ২২.৭৪৬ (খ) স্মারক মোতাবেক পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে অত্র বাদীর নাম প্যানেল চেয়াারম্যান ১ এর নাম বাদ দিয়া ৪নং বিবাদীর নাম কেশবপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ১ করে পত্র প্রেরন করেন এবং সদস্যদের মধ্যে হইতে গোপন ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান গঠন করেন। ইউপি সদস্য সহিদ খান প্যানেল চেয়ারম্যান গঠন প্রকৃয়ার রিরোধীতা করে পটুয়াখালী জজ আদালতে মাম,লা করলে আদালত প্যানেল চেয়ারম্যানের কার্যক্রম আদালত স্থগিত করেন।