বাউফলের বগা খাদ্য গুদামের সংরক্ষিত এলাকার পরিবেশ বান্ধব ৩১ টি গাছ কেটে ফেলার অভিযোগ
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলার বগা খাদ্য গুদামের সংরক্ষিত এলাকার পরিবেশ বান্ধব মূল্যবান গাছগুলো কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । ওই গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে। ১০ সেপ্টেম্বর থেকে শ্রমিকরা গাছ কাটা শুরু করেছেন। ইতিমধ্যে ৩১টি গাছের ডালপালা কাটা হয়েছে। এসব গাছের বাজার মূল্য হচ্ছে ৫-৭ লাখ টাকা।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিন বগা খাদ্য গুদামের সংরক্ষিত এলাকায় গিয়ে দেখা গেছে, পূর্ব, পশ্চিম ও উত্তর দিকে বাউন্ডারির ভিতরে রেইন্ট্রি,মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৩১ বড় বড় গাছের ডাল কাটা হয়েছে। আর গাছগুলো কাটার অপেক্ষায় আছে। গুদামের উত্তর দিকে খালপাড়ে গাছের মোটা মোটা ডালগুলো সাইজ করে ট্রলারে বোঝাই করছেন ৮-১০ জন শ্রমিক ।
এদের মধ্যে নুরুল ইসলাম নামের এক শ্রমিক জানান, বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের লিটন নামের এক ব্যক্তির কাছে গাছগুলো বিক্রি করা হয়েছে। তার নির্দেশে প্রথমে গাছগুলোর ডালপালা কাটা হয়েছে। এরপর গাছ কাটা হবে। তিনি আরও জানান, গাছগুলোর দাম ৫-৭ লাখ টাকা হবে।
বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান বলেন,‘ সংরক্ষিত এলাকার গাছ কাটার কোন বিধান নেই। আমার জানামতে গাছগুলো খাদ্য গুদামের কোন ক্ষতি করছেনা। গুদাম থেকে নিরাপধ দূরত্বে গাছগুলোর অবস্থান। তাই গাছগুলোর কাটার কোন যৌক্তিকতা নেই। গাছগুলো গুদামের ভিতরের এলাকার সৌন্দয্য বর্ধণ করছে। আমি ঘটনাস্থলে গিয়ে খবর নিবো।’
বগা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপংকর মিস্ত্রী বলেন,‘গাছ কাটা হচ্ছেনা। গাছগুলো গুদামের ক্ষতি করে তাই ডালপালা কাটা হচ্ছে। ডালপালা কাটার জন্য সরকারী কোন বরাদ্ধ নেই। তাই ডালপালা বিক্রির টাকা দিয়ে শ্রমীকদের মজুরী দেয়া হচ্ছে।
গাছ বা ডালপালা কাটার কোন নির্দেশনা আছে কিনা? এমন প্রশ্ন করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রতি নির্দেশনা আছে বলেইতো গাছের ডালপালা কাটা হচ্ছে।’ লিখিত কোন নির্দেশনা দেখাতে পারবেন কিনা জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।’
এব্যাপারে পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক লিয়াকত আলী বলেন,‘ খাদ্য গুদামের ক্ষতি করে এম গাছের ডালপালা কেটে দেয়া জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু ক্ষতি করেনা এমন গাছ বা গছের ডালপালা কাটার কোন নির্দেশনা নেই। আমি বুধবার বগা খাদ্যগুদাম পরিদর্শনে যাবো। সেখানে গিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নিবো।’
পটুয়াখালি, বিভাগের খবর