বাউফলে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রাথীর মতবিনিময় সভা
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): আসন্ন পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সংগঠন আফজাল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান ও আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদের আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুর রহমান মোহন, সভায় বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৭ অক্টোবর জেলা আওয়ামীলীগ মনোনীত আনারস মার্কা’র প্রার্থী মোঃ খলিলুর রহমান মোহন কে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
পটুয়াখালি, বিভাগের খবর