১ min আগের আপডেট বিকাল ২:২৫ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বাউফলে আ’লীগের আবারও পাল্টা পাল্টি কর্মসূচি !

বরিশালটাইমস, ডেস্ক
৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

বাউফলে আ’লীগের আবারও পাল্টা পাল্টি কর্মসূচি !

মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে সংঘর্ষের পর ৭২ ঘন্টা যেতে না যেতেই আবারও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ । গত ১৭ মার্চ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়াম্যান আবদুল মোতালেব হাওলাদার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ গ্রুপের নেতা- কর্মীদের হাতে আহত হন।

এর প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের পক্ষে উপজেলা আওয়ামীলীগের (একাংশ) সহসভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০ টায় বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষনা করেন।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপির গ্রুপের উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক (একাংশ) মোঃ আনিছুর রহমান একই দিন বিএনপি – জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন ও পৌর শহরে দিন ভর নানা কর্মসূচি ঘোষনা করেছেন।

তাদের এই পাল্টা পাল্টি কর্মসূচি নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়িরা আতংক গ্রস্থ হয়ে পরেছেন। আবদুল মোতালেব হাওলাদার গ্রুপের তালুকদার মোঃ জাহাঙ্গীর বলেন“ এমপি আসম ফিরোজ সাহেবের গ্রæপ বিএনপি জামায়েতের নৈরাজ্যের নামে আমাদের কর্মসূচি বাধাগ্রস্থ করতে পাল্টা কর্মসূচি দিয়েছেন।

আমরা যে কোন মূল্যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করবো। আমাদের কর্মসূচির বিষয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে লিখিত ভাবে অবহিত করেছি।’ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান বলেন,‘আমরা শুনেছি একটি কর্মসূচি দেয়া হয়েছে।

আমরা ওই কর্মসূচি বাধাগ্রস্থ করতে কোন পাল্টা কর্মসূচি ঘোষনা করিনি। আমরা কর্মসূচি ঘোষনা করেছি বিএনপি-জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে শান্তি সমাবেশ ঘোষনা করেছি। মঙ্গলবার দিন ভর সকল ইউনিয়ন ও পৌর শহরে এ কর্মসূচি পালন করা হবে।

আমরা এ বিষয়টি ইউএনও, ওসি, ডিসি ও এসপিকে অবহিত করেছি।” এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ওসি আল মামুন বলেন, এক পক্ষের চিঠি পেয়েছি।

অপর পক্ষের চিঠি এখনও পাইনি।’ উল্লেখ, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীর আনন্দ মিছিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি,স্থানীয় এমপি আ.স.ম ফিরোজ গ্রæপের হামলায় দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ২০-২৫ জন নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

এ ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করলেও আবার দুই পক্ষের একই দিন পাল্টা পাল্টি কর্মসূচি নিয়ে শহরে আতংক দেখা দিয়েছে।

পটুয়াখালি, বিভাগের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ২৩৯ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী  অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির পদক্ষেপ জানতে চাইলেন জাপানের রাষ্ট্রদূত  বোরহানউদ্দিনে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার  নায়ক ফারুকের আসনে উপনির্বাচন ১৭ জুলাই  তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু  বিজয়ী যেই হোক, সড়কসহ উন্নয়ন চায় এলাকাবাসী  বরিশাল-পটুয়াখালীসহ ৪ অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস  ভোলায় ৭ লাখ টাকা দেনমোহরে দাদিকে বিয়ে করলেন নাতি  লরিতে পিকআপের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ নিহত ৩  আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, আঘাত হানতে পারে জুনে