বাউফলে ইসলামী ছাত্র আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ জসীম উদ্দিন,বাউফল ( পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বাউফল উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের জাহাঙ্গীর টাওয়ারের কমিউনিটি হল রুমে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর বাউফল উপজেলা শাখার সভাপতি, মুহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ ইবরাহীম হুসাইন মৃধা।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র পটুয়াখালী জেলা সভাপতি, মুহাম্মদ নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইমাম হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাউফল উপজেলা শাখার সভাপতি, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ। সমাবেশ শেষে দুপুর ১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পটুয়াখালি, বিভাগের খবর