বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে মনিরুল ইসলাম শাহীন (৪২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। তিনি মদনপুরা ইউনিয়ন যুবলীগের একজন কর্মী ছিলেন। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মদনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। শাহীনের বোন জায়েদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসক জানান, হামলার শিকার শাহীনকে হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, বাউফল পৌরশহরে আন্দোলনকারীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ, উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙচুর করে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল ভাঙচুর করা হয়।
এছাড়াও বাউফলে এমপি আ স ম ফিরোজের সাবেক এপিএস রফিকুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। অপরদিকে একই উপজেলার কালিশুরী এলাকায় গৌতম (৪০) নামের আরেক যুবলীগ কর্মী চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা। বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।