রবাউফলে গবাদি পশু চুরির হিড়িক
মো. জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফলে কোরবানীর ঈদকে সামনে রেখে বাউফল উপজেলায় গবাদিপশু চুরির হিড়িক পরেছে। বুধবার দিবাগত রাতে কেশবপুর ইউনিয়নের দক্ষিণ জাফরাবাদ গ্রামের খালেক ব্যপারীর ছেলে কাওছারের ৪টি গবাদি পশু (গরু) চুরি হয়েছে। গরুগুলোর মূল্য প্রায় ৩ লাখ টাকা।
এর আগে একই এলাকার জসিমের ২টি টি গবাদি পশু হয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানীর ঈদকে সামনে রেখে গবাদি পশু চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
ফলে কৃষকরা এখন আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকে গবাদি পশু শিকল দিয়ে তালা লাগিয়ে রাখছেন। আবার অনেকে রাত জেগে গোয়াল ঘর পাহারা দিচ্ছেন।
পটুয়াখালি, বিভাগের খবর