১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বাউফলে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:৩০ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০২৪

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মো. সাগর (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলা নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামের মৃধা বাড়ি ও সরদার বাড়ির মধ্যবর্তী বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাগর পেশায় একজন শ্রমিক এবং একই গ্রামের জয়নাল সরদারের ছেলে। পুলিশ জানায়, নিহত মো. সাগর নারায়ণগঞ্জ জেলায় একটি রডের দোকানে শ্রমিকের কাজ করতেন।

তিন দিন আগে তিনি ছুটিতে নিজ বাড়িতে আসেন। গতকাল রাত ১২ টার দিকে তিনি অজ্ঞাত কারণে বাসা থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফেরেনি। সকালে গাছের ডালের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

120 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন