১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বাউফলে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৭ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০২৪

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ঘরে ঢুকে মোসাঃ রুজিনা বেগম (৪০) নামের এক গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড বটকাজল গ্রামের হোলাবুনিয়া বাজার সংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগের তীর উপজেলার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড বটকাজল গ্রামের জয়নাল মৃধা বাড়ীর মোঃ মন্নান মৃধার ছেলে কবির ওরফে খরগোশ কবির (৪০) বিরুদ্ধে। তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইয়াবা,হাইজাক,সহ একাধিক মামলার আসামী।

গৃহবধূ রুজিনা জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে বটকাজল গ্রামের মন্নান মৃধার বখাটে ছেলে মোঃ কবির মৃধা ওরফে খরগোশ কবির শোলাবুনিয়া বাজার সংলগ্ন মোঃ আলমগীর মুন্সির ঘরের পিছনের দরজা খুলে ঘরে ঢুকে।

তখন তিনি (রুজিনা) শব্দ পেয়ে কে কে বলে ডাক দিলে তার মুখ চেপে ধরে কবির বলে নিজের পরিচয় দেয়। তখন তিনি (রুজিনা) চোকির উপর খেকে নেমে মাটিতে বসে পরে। এক পর্যায়ে কবির তাকে চোকিতে উঠিয়ে জোরজবরি করে চেপে ধরে ধর্ষন করার চেষ্টা করে।

এ সময়ে রুজিনার ঘরে থাকা তার শশুরকে ডাক দিলে কবির পালিয়ে যায়। এ ঘটনাটি বুধবার (১৬ আক্টোবর) সকালে রুজিনা ও তার শশুর এলাকার গন্যমান্য কয়েক লোকদের জানালে তারা শালিস মীমাংসা করে দিবে বলে জানান।

রুজিনার শশুর আব্দুল মুন্সি বলেন, কবির সন্ত্রাসী প্রকৃতির লোক। তার ভয়ে আমরা মুখ খুলতে পারিনা। তার পারও এলাকার কয়েক লোকদের জানিয়েছি। তারা বিষয়টি শালিস মীমাংসা করে দিবে বলে জানান।

বিচার না পেলে আইনি ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে বাউফল থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, এরকম কোন ঘটনা জানানেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

255 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন