বাউফলে জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৫ নারীকে পিটিয়ে জখম
মোঃ জসীম উদ্দিন,বাউফল ( পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে মোঃ নুরুল ইসলাম গং দের দখলিও জমিতে মোঃ শামসুল হুদা (৩৮) ও মোঃ আমিনুল ইসলাম সহ ৭ থেকে ৮ জনের নেতৃত্বে জোর করে ধানের চারা রোপন করতে গেলে মোসাঃ আয়শা আক্তার রুনু (৪০) বাঁধা দিলে তাকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় আয়শা আক্তারের ডাক চিৎকারে মোসাঃ ফজিলত বেগম (৪১), মোসাঃ মুক্তা বেগম (৩৫), মোসাঃ পরি বেগম (৪৫) ও কহিনুর বেগম (৫৫) এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে আহত ও শ্লীলতাহানি করার হয়।
উপজেলার কেশবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মল্লিকডুবা গ্রামে রবিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আয়শা আক্তার বাদী হয়ে বাউফল থানায় লিখত অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মল্লিকডুবা গ্রমে মোঃ নুরুল ইসলাম গংদের সাথে একই এলাকার মোঃ শামসুল হুদা গংদের জমি জমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলছিল।
ঘটনার দিন রবিবার ( ৯ অক্টোবর) সকাল ১০ টার সময় ওই বিরোধীয় জমিতে মোঃ শামসুল হুদা,আমিনুল ইসলাম সহ ৭/৮ জনের নেতৃত্বে জোরকরে ধান চারা রোপন করতে যায়।
এ সময় মোঃ নুরুল ইসলামের স্ত্রী আয়শা আক্তার রুনু বাঁধ দিলে তাকে পিটিয়ে আহত করে। এ সময় আয়শা আক্তারের ডাক চিৎকারে মোঃ শামিম হাওলাদারের স্ত্রী মুক্তা বেগম, মোঃ মিজান সিকদারের স্ত্রী পরী বেগম, মোঃ বেল্লাল হাওলাদারের স্ত্রী ফজিলত বেগম,মোঃ কসেম শিকদারের স্ত্রী কহিনুর বেগম এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে জখম ও শ্লীলতাহানি করার ঘটনা ঘটেছে।
পরে আহত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল – মামুন বলেন, এ বিষয়ে লিকিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।
পটুয়াখালি, বিভাগের খবর