পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. কুদ্দুস (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুদ্দুস ওই গ্রামের আবদুল কাদের কমান্ডারের ছেলে।
বাউফল থানার ওসি মনির হোসেন জানায়, গোপন সুত্রে খবর পেয়ে এএসআই ওয়াসিম ও এএসআই মাসুদ আল বশারের নেতৃত্বে এক দল পুলিশ বুধবার গভীর রাতে কুদ্দুসের বসত বাড়িতে অভিযান চালায়।
এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। কুদ্দুস সিআর ১৮০/১০ মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী। সে দির্ঘ দিন ধরে পলাতক
পটুয়াখালি