বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বসতঘর ভাঙচুর
মো. জসীম উদ্দিন, বাউফল:: পটুয়াখালীর বাউফলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ হামলা পাল্টা হামলা চালিয়ে দুইটি বসতঘর ভাঙচুর করেছে। উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামে বুধবার (২৯ মার্চ) বিকাল ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এ সময় তহমিনা (৪০) নামের এক মহিলা আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে- ওই গ্রামের তুজম্বর পেশকারের মেয়ে শাহিদা বেগম (৪৫) বাবার বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন একই বাড়ির ফোরকান পেশকারের স্ত্রী তহমিনা, শাহিদা বেগমকে উদ্দেশ করে বলেন, ‘ঘরে পরপুরুষের আনাগোনা চলে। কারা আসে কি করে, গাঁজা টাজা খায় কিনা।’
এ কথা বলার পর দুজনের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে তহমিনার স্বামীসহ অন্যান্য আত্মীয় স্বজনরা শাহিদা বেগমের ঘরে হামলা করে ভাঙচুর করে। এপর শাহিদা বেগমের স্বামী ও স্বজনরা তহমিনার ঘরে পাল্টা হামলা করে ভাঙচুর করে। এ ঘটনায় তহমিনা আহত হন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বরিশালটাইমসকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালি, বিভাগের খবর