বাউফলে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা
মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এস.এম মহসিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। নাজিরপুর ইউনিয়নের সাধারণ জনগণের উদ্যোগে শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৩ টায় ধান্দী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নওমালা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণসংবর্ধনা আয়োজক কমিটির আহবায়ক মো. আবুল হোসেন মীর, অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, মো.সেলিম মাতুব্বর,এবিএম মিজানুর রহমান প্রমুখ।
ধূলিয়া ডি.এস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে নাজিরপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আমির হোসেন ব্যাপারী চেয়ারম্যান নির্বাচিত হন। পরে শপথগ্রহণের আগেই তাঁর মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
এরপর গত ৬ সেপ্টেম্বর উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. ইব্রাহিম ফারুককে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী এস.এম মহসিন চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
বিভাগের খবর