১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাউফলে নারীর হাত পা-বাঁধা মরদেহ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৭ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৬

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে আলেয়া বেগম (৫০) নামে এক নারীর হাত পা-বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে আলেয়াদের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সুলতান খানের স্ত্রী।

স্বামী ও সন্তানরা চাকরির কারণে অন্যত্র থাকায় তিনি একাই এ বাড়িতে থাকতেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী জানান, রাতে সিঁধ কেটে আলেয়ার ঘরে ঢোকে দুর্বৃত্তরা। এরপর তারা ঘরের মূল্যবান মালপত্র লুট করে যাওয়ার সময় আলেয়া বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা আলেয়াকে হাত-পা বেঁধে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন