বাউফলে নির্বাচনে হেরে মুক্তিযোদ্ধার স্বাক্ষর জাল করে বিজয়ী ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে নির্বাচনে হেরে বীর মুক্তিযোদ্ধা সহ একাধিক ব্যক্তির স্বাক্ষর জাল করে নির্বাচিত ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বার্হী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়ার ঘটনা ঘটেছে। পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপর্নিবাচনে বিজয়ী ইউপি সদস্য ইয়াকুব আলী মোল্লার বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর এ অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষের উপহার ভুমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ ধাপে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাজারের দক্ষিন পাশে গত ২৩ আগস্ট ২১টি ঘর হস্তান্তর করা হয়। বর্তমান ইউপি সদস্য মোঃ ইয়াকুব আলী মোল্লার বিরুদ্ধে অশ্রায়ণ প্রকল্পের অনিয়ম ও অবৈধ অর্থ লেনদেন এবং অনেকের কাছ থেকে ২০-৩০ হাজার টাকার বিনিময়ে ঘর দেওয়ার অভিযোগ এনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন কাছিপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৫জন বাসিন্দা।
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার কনকদিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী জি. এম. মাহবুবকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী। সরেজমিনে অভিযোগ পত্রে স্বাক্ষর দেয়া মো. ফোরকান মোল্লার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবেক ওয়ার্ড মেম্বার সেলিম হাওলাদারের বড় ছেলে সোহেল আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে, কেন নিয়েছে আমি জানি না।
অভিযোগ পত্রে স্বাক্ষর দেয়া মুক্তিযোদ্ধা ইদ্রীস হাওলাদার ও ইদ্রিস আকন দুজনই এবিষয়ে বলেন, আমি স্বাক্ষর দিই নাই এবং অভিযোগের বিষয়ে কিছু জানি না। অবশ্য পরাজিত প্রার্থী সাইফুল হাচান সোহেলের মামী ও ১নং ওয়ার্ড অওয়ামীলীগের সহ-সভাপতি মোসা. জাহানারা বলেন, অভিযোগ পত্রে আমি স্বাক্ষর দিয়েছি, সে (ইউপি সদস্য) অনিয়ম করে মুজিব শতবর্ষের ঘর গরীবদের না দিয়ে ধনীদের দিয়েছেন।
অবশ্য টাকা লেদেনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। অভিযোগপত্রে স্বাক্ষর দেয়া ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি বিষয়ে ভূল বোঝাবুঝির কারনে আমি রাগ হয়ে অভিযোগপত্রে স্বাক্ষর দিয়েছিলাম তবে স্থানীয় ভাবে আমাদের মিমাংশা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, একজন ইউপি সদস্য মুজিব শতবর্ষের ঘর দেয়ার ক্ষমতা রাখে না, স্বচ্ছল কোন ব্যক্তি ঘর পেয়েছেন কিনা দেখবো। ইয়াকুব মেম্বার কারো কাছ থেকে টাকা নিয়েছেন কিনা সেটাও তদন্ত করে দেখতেছি।
বরিশালের খবর, বিভাগের খবর