বাউফলে নির্বাচন পরবর্তী দুই পক্ষের সংঘর্ষ, মহিলাসহ আহত-১২
মোঃ জসীম উদ্দিন,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী ফুটবল ও আপেল মার্কার দুই মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাজিরপুর –তাঁতেরকাঠি ইউপির ২নং ওয়ার্ডের তাঁতেরকাঠি গ্রামে এঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত ফুটবল মার্কার সমর্থক ফিরোজ (৪৫),মিনারা বেগম(৪০),আনোয়ারা বেগম(১৮), ইদ্রিস হাওলাদার(৫৫), সাহিদা বেগম(২৬) এবং আপেল মার্কার সমর্থক মোঃ মজিবর হাওলাদার(৪০),রুনু বেগম(৫০),লিপি বেগম(২৫),বাদশা মীর(৪৫) ও জুঁথিকে(১৫) বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুটবল মার্কার কর্মী সাহিদা বেগম অভিযোগ করেন, একই বাড়ির আপেল মার্কার কর্মী মজিবর হাওলাদার শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘরে ডুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এর জের ধরে আজ সোমবার তর্কবির্তকের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে এবিষয়টি অস্বীকার করে মজিবর হাওলাদার বলেন, ‘ফুটবল ও আপেল মার্কার সমর্থন নিয়ে পূর্ব বিরোধের জের ধরে শনিবার তাকে (মজিবরকে) সন্ধার সময়
একটি ঘরে আটকিয়ে মারধর করে। পরে ইদ্রিস হাওলাদারের শালা আলামনি এর স্ত্রী শাহিদাকে তার (মজিবরের ) পাশে বসিয়ে ভিডিও করে ।
সেই ভিডিও ফেইসবুকে ছেরে দেয়ার ভয় দেখিয়ে দশ হাজার টাকা নেয় ইদ্রিস হাওলাদার। আরো টাকা চায় না দেয়ায় আজ সোমবার (১২ সেপ্টেম্বর) ১০টায় ইদ্রিস হাওলাদারের নেতৃত্বে পুনরায় তার উপর হামলা করে।
ধর্ষণের চেষ্টার অভিযোগ সত্য নয়।’ এ বিয়য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পটুয়াখালি, বিভাগের খবর