বাউফলে নৌকার প্রার্থীকে হারিয়ে বিদ্রোহী প্রার্থী জয়ী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী চশমা প্রতীকের এস এম মহসিন জয়ী হয়েছেন। নৌকা প্রতীকের ইব্রাহিম ফারুকের চেয়ে তিনি ৬৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
চশমা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৮৬৯ ভোট, নৌকা প্রতীক ৪ হাজার ৮০৪ ও হাতপাখা প্রতীকের প্রার্থী ১ হাজার ২৫৩ ভোট পেয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে গ্রহণ করা হয়। মোট ভোটারের ৫৫ শতাংশ ভোট পড়েছে।
ভোট চলাকালে নাজিরপুরের ছোটডালিমা কেন্দ্রে নৌকা ও চশমা প্রতীকের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত দুইজন পুলিশ সদস্যসহ তিনজন আহত হন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, নির্বাচন নিয়ে কোনো পক্ষের গুরুতর কোনো অভিযোগ আসেনি। সবাই মিলে সহযোগিতা করেছে বলে খুব সুন্দর একটি নির্বাচন করা সম্ভব হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আমির হোসেন বেপারী বিজয়ী হন। তবে শপথ নেওয়ার আগেই ১২ ফেব্রুয়ারি হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৬ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ঠিক করে নির্বাচন কমিশন।’
পটুয়াখালি, বিভাগের খবর