১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বাউফলে প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:০৬ অপরাহ্ণ, ০৮ জুন ২০২৩

বাউফলে প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মোঃ নাসির উদ্দিন খান (৬০) নামের এক ব্যক্তির ভোগ দখলীয় জমির গাছ কেটে জোর পূর্বক জমি দখল করে নেয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে একই বাড়ীর মোঃ ফোরকার খানের বিরুদ্ধে। বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামে গত বুধবার এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাগেছে, বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের মোঃ নাসির উদ্দিন থানের দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমির গাছ কেটে একই বাড়ীর মোঃ ফোরকান খান (৫২) ও তার ছেলে হাসান খান (৩০) সহ ৩ থেকে ৪ জন লোক জমি দখলের চেষ্টা করে।

পরে সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে নাসির উদ্দিন বাঁধা দিলে তাদের সাথে বাক বিতন্ডা হয়। উভয় পক্ষের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পরিস্থিতী নিয়ন্ত্রনে আসে। নাসির উদ্দিন খান অভিযোগ করে বলেন,এ ঘটনার পর থেকে হাসান ও ফোরকান আমাদের বাড়ীর সামনে দা নিয়ে ঘোরাঘুরি করে। অকথ্য ভাষায় আমাদের গালমন্দ করে। পথে ঘাটে পাইলে মারধর করবে বলে হুমকি দিচ্ছে।

বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় আছি। এ ঘটনায় নাসির উদ্দিন খান বাদি হয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ অস্বীকার করে ফোরকান খান বলেন, আমরা তাদের লাগানো কোন গাছ কাটিনাই। ওখানে আমাদেরও জমি আছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিচুল হক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

45 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন